প্রতিদিন মাথা থেকে ঝরে যায় ৮০টি চুল!
কলকাতা টাইমস :
সৃষ্টি বড়ই অদ্ভূত। পৃথিবী জুড়ে এমন অনেক কিছুই রয়েছে, যেগুলি সম্পর্কে ন্যূনতম কোনও ধারণাই আমাদের নেই। বেশি দূরে যেতে হবে না। ‘ঘর হতে শুধু দুই পা ফেলিয়া’ই যে কত সৃষ্টি, কত ঘটনা এদিক-ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তা-ই অনেক সময় আমাদের গোচরে আসে না। এ ধরনের অজানা-অচেনার খোঁজে আমাদের যাত্রা চলছে। এই সফরে প্রতি রবিবার আমরা ধারাবাহিকভাবে এমন কিছু তথ্য তুলে ধরি, যা শুনে তাজ্জব হতে হয়। এই কিস্তিতে রইল মানব শরীর সম্পর্কে অবাক করা পাঁচটি তথ্য।
১) মানুষের দৈহিক ওজনের ১০% ব্যাক্টেরিয়ার অবদান। একটি পূর্ণবয়স্ক মানব শরীরে উপস্থিত মোট ব্যাক্টেরিয়ার ওজন দেহের ওজনের শতকরা দশ ভাগ জুড়ে থাকে।
২) প্রাত্যহিক জীবনে শরীরে কাটা-ছড়া লেগেই থাকে। জেনে রাখুন, এক বর্গ ইঞ্চি ত্বকে মজুদ থাকে অন্তত ১৩০০ স্নায়ু কোষ।
৩) চুল পড়ার সমস্যায় অনেকেই জেরবার হন। জানেন কি, প্রতিদিন প্রত্যেক মানুষের মাথা থেকে ন্যূনতম ৮০টি চুল খসে পড়ে? আসলে, অনেক সময় আমাদের অজান্তেই ঝরে পড়ে মাথার চুল।
৪) লিভারের প্রধান কাজ, রক্ত পরিশোধন করা। প্রতি মুহূর্তে নিরন্তর এই শারীরিক প্রক্রিয়া ঘটে চলেছে। গবেষণায় দেখা গেছে, প্রতিদিন মানুষের লিভার গড়ে ৭২০ লিটার রক্ত পরিশোধন করে।
৫) এক ফোটা রক্তে কত কোষ থাকে? জানা গেছে, প্রতি ফোটা রক্তে রয়েছে ২৫ কোটি কোষ।