বোলিং অ্যাকশন নিয়ে আইপিএলে চূড়ান্ত সতর্ক করা হলো সুনীল নারাইনকে
কলকাতা টাইমসঃ
আবারো আলোচনায় সুনিল নারাইনের বোলিং অ্যাকশন। গতকাল কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ওভারে কলকাতা নাইট রাইডার্সে নাটকীয় জয়ের পর প্রশ্নের মুখে সুনীলের বোলিং। আইপিএল কতৃপক্ষ জানাচ্ছে, আম্পায়ারদের রিপোর্টের ভিত্তিতে আপাতত নারাইনকে সতর্কতা করা হয়েছে।
২০১৪ থেকেই বোলিং অ্যাকশান নিয়ে প্রশ্নের মুখে নারাইন। নিজেকে শোধরাতে ২০১৫ বিশ্বকাপ থেকেও নিজেকে সরিয়ে নেন তিনি। সেবছরই নভেম্বরে তাকে নিষিদ্ধ করে আইসিসি। ২০১৬’র এপ্রিলে আবার খেলার ছাড়পত্র পান। তবে সেই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও নিজেকে সরিয়ে নেন নারাইন। বছর দু’য়েক পর ২০১৮ সালে পাকিস্তান সুপার লিগেও তার বোলিং প্রশ্নের মুখে পরে।