দক্ষিণ চীন সাগরে শহর গড়ছে চীন !
কলকাতা টাইমসঃ
বিশ্বের অন্তত ২০ টি দেশের সঙ্গে নানাভাবে বৈরিতায় মেতেছে চীন। যার মধ্যে বেশির ভাগ দেশের সঙ্গেই শত্রুতা দানা বেঁধেছে প্রতিবেশী দেশের সীমান্তে অগ্রাসন চালাতে গিয়ে। বর্তমানে দক্ষিণ সাগরে চীনের আগ্রাসনের বিরুদ্ধে একযোগে রুখে দাঁড়িয়েছে আমেরিকা, জাপান, তাইওয়ান ভারত এবং অস্ট্রেলিয়া। এই পরিস্থিতিতে আরো বেপরোয়া হয়ে উঠেছে চীন। জানা যাচ্ছে ওই সাগরের বিতর্কিত অঞ্চলে নতুন একটি শহর গড়ার তোড়জোড় করছে চীন।
চীনের দক্ষিণাঞ্চলের এক প্রশাসনিক কর্তা লীয় সানশা জানান, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নির্দেশই এই শহর নির্মাণের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে। তার বক্তব্য, দক্ষিণ চীন সাগরের ইয়াংজিং দ্বীপের সঙ্গে ঝাওশু ও জিনকিং দ্বীপকেও যুক্ত করে নতুন এক বৃহৎ শহর নির্মানের পরিকল্পনা রয়েছে চীনের।