৭০ বছর পর কোনো মহিলাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলো আমেরিকায়
কলকাতা টাইমসঃ
৭০ বছর পর এই প্রথম কোনো মহিলার মৃত্যুদণ্ড হতে চলেছে মার্কিন মুলুকে! জানা যাচ্ছে, আগামী ৮ ডিসেম্বর বিষ ইনজেকশনের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। জানা যাচ্ছে, লিসা মন্টগোমারি নামের ওই মহিলার অপরাধ ২০০৪ সালে এক অন্তঃসত্ত্বা মহিলাকে খুন করে তার পেট কেটে গর্ভস্থ শিশুটিকে নিয়ে পালিয়ে যান।
মার্কিন জুডিসিয়াল তথ্য বলছে, এর আগে বনি হেডি নামে এক মহিলাকে গ্যাস চেম্বারে ঢুকিয়ে মৃত্যুদন্ড কার্যকর করা হয় ১৯৫৩ সালে। তার পর আগামী ডিসেম্বরে যার পুনরাবৃত্তি হতে চলেছে। তবে অন্য ফরম্যাটে। সূত্রের খবর ২০০৪ সালের ডিসেম্বরে লিসা মন্টগোমারি একটি কুকুর কেনার জন্য ববি জো স্টিনেটের বাড়িতে আসেন। স্টিনেট তখন আট মাসের অন্তঃসত্ত্বা। তখনই ঘটে এই ভয়াবহ ঘটনা।