চ্যাটেই নাকি সুস্থ থাকার রহস্য
কলকাতা টাইমস :
বয়সেও সুস্থ থাকতে চান! তাহলে সোশ্যাল মিডিয়ায় যতখুশি চ্যাট করুন। এতে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। ডায়বেটিসও থাকবে একশ’ হাত দূরে। পরামর্শ মিশিগান স্টেট ইউনিভার্সিটির গবেষকদের। মিশিগান স্টেট ইউনিভার্সিটির গবেষক উইলিয়াম কোপিক জানিয়েছেন, বয়স বাড়লে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে এমনিতেই একটা দুরত্ব তৈরি হয়। সেই সময় সোশ্যাল মিডিয়ার সক্রিয় হলে একাকিত্ব ও হতাশা কাটানো যাবে। সমবয়সী কাউকে পেলে মনের কথা বলে হাল্কা হওয়া যাবে। যেহেতু অচেনা, তাই গোপন কথা বলতেও আটকাবে না। কিন্তু প্রশ্ন, বয়স্ক মানুষরা আধুনিক প্রযুক্তির সঙ্গে কতটা খাপ খাইয়ে নিতে পারবেন? জবাবে উইলিয়াম বলেন, নিজের তাগিদেই সোশ্যাল মিডিয়ার সরগর হবেন তাঁরা। শিখে ফেলবেন প্রযুক্তির এ থেকে জেড। কারণ একবার কষ্ট করে প্রযুক্তিটা আয়ত্ত্বে আনলেই বাকিটা সোজা।