সেনা-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত পাকিস্তান !
কলকাতা টাইমসঃ
পাকিস্তানে সেনা-পুলিশ সংঘর্ষ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরী হয়েছে করাচিতে। জানা যাচ্ছে, করাচিতে সেনা পুলিশ সংঘর্ষে অন্তত ১০ জন পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। নওয়াজ শরীফের জামাই মুহম্মদ সফদরকে গ্রেফতার করা নিয়ে একে অন্যের বিরুদ্ধে যুযুধান পাকিস্তান আর্মি এবং পুলিশ। প্রবল চাপের মুখে তদন্তের নির্দেশ দিয়ে পুলিশের কাছে ১০ দিন সময় চেয়ে নিয়েছেন পাকিস্তানের সেনা প্রধান কামার বাজওয়া।
জানা যাচ্ছে, গণছুটিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন করাচির সমস্ত পুলিশকর্তারা। ইমরান খানের বিরুদ্ধে সম্প্রতি একটি মিছিলে অংশ নিতে দেখা যায় মারিয়ামের স্বামী সফদরকে। অভিযোগে সেই দিনই তাকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতার করতে রাজি ছিল না হওয়ায় সিন্ধের আইজির উপর প্রবল চাপ সৃষ্টি করে আর্মি। কিছুতেই গ্রেফতারির পরোয়ানায় সই করতে না চাওয়ায় একসময় তাকে অপহরণ করে পাকিস্তান আর্মি। শেষপর্যন্ত সফদরকেও আর্মির হাতে গ্রেফতার হতে হয়।