ভারতের নাগালে করোনা ভ্যাকসিন
কলকাতা টাইমসঃ
তৃতীয় পর্যায়ের কোভ্যাকসিনের ট্রায়াল। আইসিএমআরের বার্তা খুব শীঘ্রই ভারতের বাজারে আসতে চলেছে করনার বহু আকাঙ্খিত ভ্যাকসিন। তাদের দাবি, দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল সম্পূর্ণ রূপে সফল। প্রসঙ্গত, ভারতে এই মুহূর্তে চারটি ভ্যাকসিনের ট্রায়াল চলছে। পুনের সিরাম ইনস্টিটিউটের মাধ্যমে অক্সফোর্ডের ভ্যাকসিনের ট্রায়াল বর্তমানে তৃতীয় পর্যায়ে রয়েছে।
কিছুদিন আগেই এক মার্কিন নাগরিক ট্রায়াল চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন। যার জেরে বন্ধ থাকে ট্রায়াল। গতকাল, বৃহস্পতিবার ব্রাজিলে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। যদিও এর কারণে এখনই ট্রায়াল বন্ধ রাখতে চাইছে না প্রস্তুতকারক সংস্থা। সিরাম ইনস্টিটিউটের তরফ থেকে জানানো হয়েছে, ভ্যাকসিনের ট্রায়াল চলবে। আজ শুক্রবার আইসিএমআরের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে, আগামী বছরের গোড়াতেই বাজারে আসতে চলেছে এই ভ্যাকসিন।