বেশি হৃৎকম্পন স্ট্রোক ছাড়াও অনেক বিপদের কারণ হতে পারে
কলকাতা টাইমস :
অ্যাট্রায়াল ফিব্রিলেশন, এটি একটি অনিয়মিত হৃৎকম্পনজনিত রোগের নাম। এর ফলে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় কয়েকগুণ। তবে নতুন গবেষণায় দেখা গেছে, শুধু স্ট্রোক নয় বরং হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিওর, কিডনি রোগ এবং হঠাৎ মৃত্যুর পেছনেও এর ভুমিকা রয়েছে।
ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট ডিগ্রি প্রার্থী আয়োডেলে ওদুতায়ো বলেন, “বিশেষ করে এর ফলে হার্ট ফিইলিওর বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি বাড়ে সবচেয়ে বেশি হারে।”
এই রোগের প্রধান লক্ষণ হলো, হৃৎপিণ্ডের ওপরের চেম্বারের কম্পন অনিয়মিত হয়ে পড়া।
গবেষকরা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন এবং হৃদরোগ, কিডনি রোগ বা মৃত্যুর ওপর পরিচালিত ১০৪টি গবেষণার পর্যালোচনা করেছেন। ওই গবেষণায় অংশগ্রহণ করেন ৯ মিলিয়ন লোক।
গবেষকরা দেখতে পান, এই সমস্যার ফলে যেকোনো কারণে মৃত্যুর ঝুঁকি ৪৬%। হৃদরোগে মৃত্যুর ঝুঁকি ৬১%। হঠাৎ হৃৎপিণ্ডঘটিত মৃত্যুর ঝুঁকি ৮৮%। আর দীর্ঘস্থায়ী কিডনি রোগে মৃত্যুর ঝুঁকি ৬৪%।
এই সমস্যায় আক্রান্তদের মধ্যে স্ট্রোকের ঝুঁকিও সাধারণদের তুলনায় দুই থেকে তিনগুণ বেশি। এ ছাড়া এ সমস্যায় আক্রান্তদের ৯০ শতাংশেরই উচ্চরক্তচাপ থাকে।