November 22, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

শরীরে ৪৫৩টি ফুটো, মাথায় সিং- বাগিয়ে অন্যন্য কীর্তি 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

জার্মানির এক ব্যক্তি সর্বাধিকবার শরীরে পরিবর্তন ঘটিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছেন। ওই ব্যাক্তির নাম রলফ বুখহলজের। ৫১ এর বেশিবার দেহ পরিবর্তন করেছেন তিনি।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, রলফ জার্মানিতে একটি টেলিকম সংস্থায় তথ্য প্রযুক্তিতে কাজ করেন। ৪০ বছর বয়সে তিনি নিজের প্রথম ট্যাটু এবং ছিদ্র দিয়ে দেহ পরিবর্তনের যাত্রা শুরু করেন। এরপর প্রায় ২০ বছরের বেশি সময় ধরে, কণ্ঠস্বর, ঠোঁট, ভ্রু, নাক এবং কপালে দুটি ছোট শিং সহ আরও নানা কাজ করেছে শরীরে।

দেহ পরিবর্তনগুলো কেবল বাহিরের পরিবর্তিত হয়েছে, রলফ বলেছেন, এটি আমাকে বদলায়নি। আমি একই ব্যক্তি। রলফের পরিবর্তনের মধ্যে রয়েছে ৪৫৩টি ছিদ্র। ২০১০ সালে তিনি গিনেসের দ্বারা সর্বাধিক সংখ্যক দেহ ছিদ্র করা ব্যক্তি হিসাবে স্বীকৃতি লাভ করেছিলেন।২০১৪ সালে দুবাই বিমানবন্দর থেকে তাকে হোটেলে যাওয়ার পথে জনসাধারণের নজরে এসেছিলেন।

Related Posts

Leave a Reply