চন্দ্রপৃষ্ঠে জল !
কলকাতা টাইমসঃ
অবশেষে জলের সন্ধান পাওয়া গেলো চন্দ্রপৃষ্ঠে। চাঁদের যে অংশে সূর্যের আলো পরে সেখানেই এই জলের সন্ধান পেয়েছেন নাসার বিজ্ঞানীরা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্ট্র্যাটোসফেরিক অবজারভেটরি ফর ইনফ্রারেড অ্যাস্ট্রোনমি বা ‘সোফিয়া’, এই জলের সন্ধান দিতে সক্ষম হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।
আপাতভাবে মনে করা হচ্ছে যে চাঁদের বিভিন্ন অংশে এই জল ছড়িয়ে থাকতে পারে। নাসা জানাচ্ছে, সোফিয়া চাঁদের ক্লেভিয়াস ক্লেটারে এইচটুও অণুর হদিশ পেয়েছে। প্রসঙ্গত চাঁদের দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় গহ্বর হল ক্লেভিয়াস ক্রেটার।