মেকআপ ছাড়াই ঔজ্জ্বল্ ত্বক মাত্র ২০ মিনিটে
আপনি ফর্সা হোন বা শ্যামলা হোন তাতে কিছু আসে যায় না। কিন্তু উজ্পানি ত্বক সবার জন্যই খুব জরুরী। বর্তমানে জীবনযাত্রার ম্যারাথনে মেতে উঠে নিজের দিকে নজর দেওয়ার সময় নেই। তাই ভরসা কৃত্রিমভাবে ত্বক উজ্পানি করা। সহজ কথায় মেকআপ। এই মেকআপের পেছনে কাড়ি কাড়ি টাকা, সময় ব্যায় করে দিনশেষে ত্বকের জন্য বিভিন্ন সমস্যাকে ডেকে আনতে হয়। এর চাইতে প্রাকৃতিক উপায়ে ঘরোয়া পদ্ধতিতেই বাড়িয়ে নিন ত্বকের ঔজ্জ্বল্য। জেনে নিন কীভাবে:
১. আলু দিয়ে খুব সহজেই ব্লিচিং করা যায়। এবং আলু খুব সহজেই ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে পারে। একটি কাঁচা আলু বেটে নিন। এবার সেই আলু ফেস প্যাকের মতো মুখে লাগান। ৫ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। সঙ্গে সঙ্গে পার্থক্য বুঝতে পারবেন।
২. টমেটোতে প্রচুর পরিমানে অ্যান্টি অক্সিডেন্টস রয়েছে। টমেটোর পাল্প তৈরি করুন। এবার সেই পাল্প পুরো মুখে লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ব্রনর দাগ তুলতেও টমেটো খুবই উপকারী।
৩. ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে পেঁপে খুবই উপকারী। কাঁচা হোক কিংবা পাকা, পেঁপে বেটে তার সঙ্গে কয়েকফোঁটা গোলাপ পানি মেশান। এবার ফেস প্যাকের মতো সেটা মুখে লাগান। ২০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন।
তবে ত্বকের ঔজ্জ্বল্য বাড়ানোর আগে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন। যত রাতেই বাড়ি ফিরুন কিংবা যত ক্লান্তই থাকুন, মেকআপ তুলে তবেই ঘুমাতে যাবেন। আর সকালে বাড়ি থেকে বেরোনোর সময় অবশ্যই সানস্ক্রিন লোশন লাগাবেন।