কৌলিন্য হারালো ‘সোনা’: ভাঙ্গতে চলেছে ২৫ বছরের রেকর্ড
কলকাতা টাইমসঃ
কৌলিন্য হারানোর রেকর্ড গড়লো ‘সোনা’। একদিকে বিশ্বজুড়ে করোনার প্রকোপ, অন্যদিকে আকাশছোয়া দাম। এই দুয়ের যাঁতাকলে পরে চাহিদার নিরিখে ২৫ বছর আগের রেকর্ডও ভাঙতে চলেছে স্বর্ণ। বর্তমান পরিস্থিতিতে সোনার প্রতি চাহিদা কমছে মানুষের। জানা যাচ্ছে, ২০২০ সালের প্রথম ত্রৈমাসিকে সোনার চাহিদা ছিল ২৫২ টন। যা গত বছরের তুলনায় ৪৯ শতাংশ কম। ২০১৯ সালের প্রথম ত্রৈমাসিকে সোনার চাহিদা ছিল ৪৯৬ টন।
গোল্ড কাউন্সিল মনে করছে ১৯৯৫ সালের থেকেও নিম্নে বর্তমানে সোনার চাহিদা। ১৯৯৫ সালে সোনা বিক্রি হয়েছিল ৪৬২ টন। বিশেষজ্ঞদের দাবি ২০২০ আরও নিচে নেমে নতুন রেকর্ড গড়বে। ১৯৯৫ সালে যেখানে সোনার চাহিদা ছিল ৪৬২ টন, সেখানে ২০২০ সালে ৪৫২ টন সোনার চাহিদা দেখা গিয়েছে। তবে শুধু ভারত নয়, বিশ্ব জুড়েই সোনার চাহিদা নিম্নমুখী।