বাইশ গজে স্যামুয়েলের এক বিস্ময়কর কীর্তি
কলকাতা টাইমসঃ
বাইশ গজ থেকে ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটের মারলন স্যামুয়েলের বিদায়ের খবরের পরই ক্রিকেট প্রেমীদের স্মৃতিতে ভিড় করছে নানান ঘটনা। বিশেষ করে ২০১২ কলম্বোয় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল।
সেদিন শুরুটা বেশ ধীরেই শুরু করেছিলেন স্যামুয়েল। প্রথম ৩২ বলে মাত্র ২০ রান তোলেন তিনি। ওয়েন্ট ইন্ডিজ দল প্রথম ১০ ওভারে ২ উইকেটের বিনিময়ে মাত্র ৩২ রান তুলতে সক্ষম হয়। কিন্তু এরপর হঠাৎই বিধ্বংসী হয়ে ওঠেন স্যামুয়েলস। লাসিথ মালিঙ্গা ও অজান্তা মেন্ডিসের মতো বিশ্বত্রাস বোলারদের ধুঁয়াধার পিটিয়ে সেদিন বিশ্বকে তাক লাগিয়ে দেন এই তারকা ক্রিকেটার। পরবর্তী ২৪ বলে স্যামুয়েলের ব্যাট থেকে বেড়িয়ে আসে ৫৮ রান। শেষ পর্যন্ত ৫৬ বলে ৭৮ রান করেন তিনি।