গরিব বাইডেনের ‘সম্পত্তি’ !
কলকাতা টাইমসঃ
নিজেকে সবচেয়ে গরিব সেনেটর হিসেবে পরিচয় দেওয়া জো বাইডেনের সম্পত্তির অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে। বর্তমানে তিনি সদ্য নির্বাচিত আমেরিকান প্রেসিডেন্ট। ফোর্বসের দেওয়া তথ্য বলছে বহু লক্ষ ডলারের মালিক বাইডেন।
প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন দেওয়ার সময় হলফনামায় বাইডেনের জানান তার মোট সম্পত্তির পরিমাণ ৯০ লক্ষ ডলার। স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে ডেলাওয়ারে অবস্থিত ৪০ লক্ষ ডলারের দুটি বাংলো। রয়েছে ৪০ লক্ষ ডলারের বিনিয়োগ। পেনশনের ১০ লক্ষ ডলার নগদ হিসেবে রয়েছে ব্যাঙ্কে।
প্রসঙ্গত, ১৯৭৩ থেকে ২০০৯ পর্যন্ত মার্কিন সেনেটর ছিলেন বাইডেন। এই মেয়াদকালে বাইডেন উপহাস করে বলতেন, ‘আমি কংগ্রেসের সবচেয়ে গরীব মানুষ’। দীর্ঘ ৮ বছর যাবৎ মার্কিন ভাইস প্রেসিডেন্ট থাকা কালীন তার বাৎসরিক বেতন ছিলো ২ লক্ষ ৩০ হাজার ডলার।