ফোনে কথা নয়, টেক্সট মেসেজ করাই বুদ্ধিমানের কাজ
আপনি কি ফোনে কথা বলতে অনীহা বোধ করেন? বা এমন অসময়ে ফোন করেন যে, তাতে আরও গোল বেধে যায়। এমন পরিস্থিতির মুখে কি আপনি পড়েছেন? তাহলে একটু সচেতন হন। কখনো কখনো ফোনে কথা না বলে, মেসেজ বা টেক্সট করাই ভাল। কোন কোন সময় ফোনে কথা বলার থেকে মেসেজ করাই ভাল তা জেনে নিন।
* ধরুন আপনি কোনো নাইটক্নাবে গিয়েছেন, আর হঠাৎ করে সেখানে জঙ্গিহানা হল। সেই সময় সাহায্য চেয়ে কাছের মানুষকে কল না করে মেসেজ পাঠানোই ভাল।
* আপনি খুব ভিড়ভাট্টার মধ্যে রয়েছেন, ও-পাশের মানুষটার কোনো কথাই শুনতে পারছেন না। তখন টুক করে টেক্সট করে জরুরি কথা সেরে নিন।
* আপনার হাতে প্রচুর কাজ। কিন্তু জরুরি কথাটা বলার ফুরসতটুকুও পাচ্ছেন না। সেই সময় আগে থেকেই একটা মেসেজ ছেড়ে রাখুন।
* বন্ধুরা সবাই মিলে কোথাও একটা দেখা করার প্ল্যান করছেন। তখন বন্ধুদের নিয়ে একটা গ্রুপ তৈরি করে ফেলুন। আর গ্রুপে সবাই মিলে টেক্সট করে প্ল্যান বানিয়ে ফেলুন।
* এখন অনেক কোম্পানির বিজনেস প্ল্যানই হল কাস্টমারদের মেসেজ পাঠানো। কল করে বিরক্ত না করে মেসেজ পাঠানোটাই অনেক স্মার্ট সিদ্ধান্ত।
* মুখচোরা মানুষদের ক্ষেত্রে মোবাইলে মেসেজ পাঠানো খুব ভাল কাজ দেয়। মেসেজের মাধ্যমেই তাঁরা মনের কথা সাবলীল ভাবে বলতে পারেন।
* মন ভাল না থাকলে ফোনকল না করে টেক্সট মেসেজ করাটাই বুদ্ধিমানের কাজ। এতে আপনার দুর্বলতা প্রকাশ পাবে না।
* সরাসরি কাউকে কোনো কথা বলতে পারছেন না। সঙ্কোচ বোধ হচ্ছে। সেই সময় মেসেজে মনের কথা জানিয়ে দিন।