বিরাট কোহলিকে ধোনির উদাহরণ দিয়ে প্রবল খোঁচা !
কলকাতা টাইমসঃ
অ্যাডিলেড টেস্ট খেলে দেশে ফিরে আসার আবেদন জানিয়েছেন বিরাট কোহলি।কারণ, সেই সময় অর্থাৎ আগামী জানুয়ারিতেই জন্ম নেবে বিরাট-অনুষ্কার প্রথম সন্তান। সেই সময় স্ত্রী-সন্তানের সঙ্গে থাকতে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে আর্জি জানিয়েছেন ভারত অধিনায়ক।
কোহলির এই পিতৃত্বকালীন ছুটি চাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেটপ্রেমীরা। প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে উদাহরণ হিসেবে তুলে ধরে বর্তমান অধিনায়ক কোহলিকে ঘিরে প্রশ্ন তুলেছেন ক্রিকেট প্রেমীরা।
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিশ্বকাপ চলাকালীন ধোনি কন্যা জিভার জন্ম হয়। সাংবাদিকদের প্রশ্ন ছিলো, এই সময় তিনি স্ত্রী এবং মেয়ের পাশে থাকতে না পাড়ায় কতটা খারাপ লাগছে? ধোনি সেদিন দেশের হয়ে প্রতিনিধিত্ব করাকেই সবচেয়ে গুরুত্ব দিয়েছিলেন। সেই ঘটনার কথা মনে করিয়ে অনেকেই কোহলিকে কটাক্ষ করতে ছাড়েননি।