করোনা ভ্যাকসিন প্রয়োগে সব থেকে বড় বাধা -৭০ ডিগ্রি
কলকাতা টাইমস :
বর্তমানে গোটা বিশ্ব করোনা ভ্যাকসিনের দিকে তাকিয়ে। কিন্তু সেই থেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে -৭০ ডিগ্রি তাপমাত্রা। জানা গেছে মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজারের তৈরি করোনা ভ্যাকসিন মাইনাস ৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিবহন করতে হয়, তার ওপর ভাইরাসপ্রতিরোধী হতে গ্রহণ করতে হয় অন্তত দু’টি ডোজ। কিন্তু বিশ্বের উষ্ণ আবহাওয়া বিশিষ্ট উন্নয়নশীল দেশে যা প্রায় মুশকিল। যে কারণে এই ভ্যাকসিন উন্নয়নশীল দেশে ব্যবহারের উপযোগী নয় বলে জানিয়েছেন পাকিস্তানের এক শীর্ষ বিজ্ঞানী। ভ্যাকসিনটি এর সফলতা পাওয়া কঠিন বলে জানিয়েছেন ওই বিজ্ঞানী।
গত সোমবার নিজেদের তৈরি ভ্যাকসিন করোনা প্রতিরোধে ৯০ শতাংশ কার্যকার বলে দাবি করেছে ফাইজার ও জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেক। সুরক্ষার পরীক্ষাতেও শতভাগ উতরে গেছে সেটি। ছয়টি দেশে পরিচালিত ক্লিনিক্যাল ট্রায়ালে এ ফলাফল মিলেছে বলে জানিয়েছে সংস্থা দু’টি। করোনা মহামারিতে বিপর্যস্ত বিশ্বে ফাইজারের কার্যকর ভ্যাকসিন উদ্ভাবনের খবর নতুন করে আশা জাগিয়েছে।
তবে পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি টাস্কফোর্সের প্রধান অধ্যাপক আত্তা উর রহমান বলেছেন, ফাইজারের ভ্যাকসিন নিয়ে পাকিস্তান বা এর মতো উন্নয়নশীল দেশে আনন্দ উদযাপন অপরিণত বুদ্ধিমত্তার পরিচয় মাত্র।
ভারতের ক্ষেত্রেও এই তাপমাত্রা সব থেকে বড় বাধা। সম্প্রতি কোনবগ্রেস নেতা রাহুল গান্ধী জানান, ভারতে -৭০ ডিগ্রি যুক্ত রেফ্রিজারেটের নেই। সে ক্ষেত্রে ভারতেও হোঁচট খাবে এই ভ্যাকসিন।