April 27, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

নোবেল নয় ‘বিশ্ব শান্তি’ আমার সবচেয়ে বড়ো পুরস্কার -ট্রাম্প 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

নোবেল নয়, এখন তিনি শুধুই ‘বিশ্বের শান্তি’ কামনা করেন। সাংবাদিকের প্রশ্নে মার্কিন প্রেসিডেন্টের সাফ কথা, “আমি একটাই পুরস্কারই চাই, তা হল বিশ্ব শান্তি”। ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কারে সম্মানিত করার অন্যতম দাবিদার ছিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন। সম্প্রতি দুই কোরিয়ার বৈঠককে ঐতিহাসিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর দুই কোরিয়ার এই মিলনের ‘মূল কারিগর’ ছিলেন ডোনাল্ড ট্রাম্প, এমনটাই দাবি মুনের।

নোবেল পুরস্কার নিয়ে ট্রাম্পের মন্তব্য, “আমি কী করতে চাই তা আপনারা জানেন। বিশ্বজুড়ে অশান্তি সমূলে উত্খাত করাই আঅমার একমাত্র লক্ষ্য। তাই শান্তিই  একমাত্র আমার পুরস্কার।” এদিকে দক্ষিণ কোরিয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কিমের বৈঠকে হতে চলেছে ২১ জুন। পরমাণু নিরস্ত্রীকরণ এবং শান্তি প্রতিষ্ঠায় দুই রাষ্ট্র নেতার এই বৈঠক যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, তা নিয়ে একমত কূটনৈতিক মহল।

 

Related Posts

Leave a Reply