চীনের সঙ্গে যাবতীয় বাণিজ্যিক সম্পর্কে ইতি টানার পথে উত্তর কোরিয়া!
কলকাতা টাইমসঃ
চীনের সঙ্গে যাবতীয় বাণিজ্যিক সম্পর্কে ইতি টানার পথে উত্তর কোরিয়া! বিশ্বে চীনের সবচেয়ে বড়ো স্রুহিদের এই আচরণ বর্তমানে বাণিজ্য রাজনীতির অন্যতম চর্চার বিষয়। জানা যাচ্ছে, চীনের সঙ্গে বাণিজ্য বন্ধ করতে না পারায় ইতিমধ্যেই সে দেশের কাস্টমস ডিপার্টমেন্টের কিছু পদস্থ কর্তাকে ফাঁসিতে ঝুলিয়েছেন তিনি।
কিমের শাসনকালে চীনের প্রতি বাণিজ্য নির্ভরতা ভয়ংকর পর্যায়ে পৌঁছে যায়। বর্তমানে চীনই উত্তর কোরিয়ার বৃহত্তম বাণিজ্য সহযোগী। ২০১৭ সালে ৯০ শতাংশ পণ্যই চীন থেকে আমদানি করতো উত্তর কোরিয়া। কিন্তু চলতি বছরের অক্টোবরে মাত্র ১ কোটি ৮৬ লক্ষ টাকার পণ্য উত্তর কোরিয়াকে রফতানি করেছে চীন। বিশ্বের যে কোনো ছোটো দেশের সঙ্গেও এর চেয়ে অনেক বেশি টাকার বাণিজ্য করে চীন।