‘অমানুষ’ সৈন্য তৈরী করতে জেনেটিক প্রযুক্তি ব্যবহার চীনের
কলকাতা টাইমস :
সেনা সদস্যদের শক্তি বৃদ্ধিতে ভয়াবহ জেনেটিক প্রযুক্তি প্রয়োগ নিয়ে কাজ করছে চীন সরকার। প্রেসিডেন্ট শি জিনপিং নিজের সেনা সদস্যদের ক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা করেছেন। এর আওতায় মানুষের দেহে পরীক্ষা চালানোও শুরু করেছে চায়নিজ পিপলস লিবারেশন আর্মি। গত শুক্রবার আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ এমন তথ্য দিয়েছে।
আমেরিকার ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জন র্যাটক্লিফ দাবি করেছেন, আমেরিকার সুরক্ষার সবথেকে বড় বিপদ হতে চলেছে চাইনিজ সেনাবাহিনী। চীনের ক্ষমতার খিদের কোন সীমা পরিসীমা নেই। তারা যা কিছু করতে পারে। তিনি দাবি করেছেন, চীন ঠিক হলিউডের চলচিত্রের সেনাদের মতো নিজের দেশের সেনাদের শক্তিশালী করার লক্ষ্যে এগোচ্ছে। জন র্যাটক্লিফের এমন বক্তব্যের পর আন্তর্জাতিক মহল নড়েচড়ে বসেছে।
গতবছর এমনই একটি সংবাদ প্রকাশিত হয়েছিল, যেখানে দাবি করা হয়েছিল – চীন জিন অ্যাডেটিক টেকনোলজির ব্যবহার করে সেনাদের ক্ষমতা বৃদ্ধি করার চেষ্টা করছে। চীনা বিশেষজ্ঞরা এর জন্য ক্রিসপার পদ্ধতির ব্যবহার করছে। জেনেটিক রোগের চিকিৎসা এবং উদ্ভিদের পরিবর্তনের জন্য এ পদ্ধতি ব্যবহার করা হয়।