আংটি রহস্য !

কলকাতা টাইমসঃ
কেট উইলিয়ামস, দ্য ডাচেস অব কেমব্রিজ। তার অনামিকায় রয়েছে তিন তিনটি আংটি। যা নিয়ে রহস্যের অন্ত নেই।
কেটের অনামিকার প্রথম আংটিতে একটি হীরের বলয়কে ঘিরে রয়েছে হোয়াইট গোল্ড। মাঝখানে রয়েছে প্রকাণ্ড এক নীলা। প্রসঙ্গত, ২০১১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সময় উইলিয়ামের দেওয়া সোনার আংটিটিও সর্বক্ষণ অনামিকায় পরে থাকেন তিনি। এরপর, ২০১৩ সালে তাদের প্রথম সন্তান জর্জের জন্মের পর কেটকে হিরে বসানো ‘ইটারনিটি রিং’ উপহার দেন উইলিয়াম। অর্থাৎ, বর্তমানে অনামিকার শেষ ভাগে বিয়ের ব্যান্ড, মধ্যিখানে নীলা এবং একেবারে অগ্রভাগে ‘ইটারনিটি রিং’ পরে থাকেন কেট।
জানা যাচ্ছে, ডায়ানাকে উপহার দেওয়া প্রিন্স চার্লসের নীলা শোভিত আংটি আজ কেটের অনামিকায় শোভা পাচ্ছে। শোনা যায়, ডায়না নিজের চোঁখের রঙের সঙ্গে মিলিয়ে পছন্দ করেছিলেন সেই আংটি। ডায়ানার মৃত্যুর পর তার নীলাখচিত আংটি হ্যারি নিজের জন্য পছন্দ করেন। পরবর্তীকালে উইলিয়াম ও কেটের মধ্যে ঘনিষ্ঠতা বাড়লে সেটি দাদার হাতে তুলে দেন তিনি। ওই আংটি দিয়েই বাগদান সারেন উইলিয়াম। সেই থেকে কেটের সঙ্গী ওই আংটি।