ভারত মহাসাগরে মোতায়েন ১২০টি যুদ্ধজাহাজ : যুদ্ধের ইঙ্গিত !
কলকাতা টাইমসঃ
ভারত মহাসাগরে ১২০টির বেশি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারত এবং তার সহযোগী দেশগুলো। এই তথ্য বিশ্বের কাছে তুলে ধরে কার্যত চীনকে কড়া বার্তা দিলেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। বিশেষজ্ঞদের ধারণা এই ঘটনা সুদূর ভবিষ্যতে ভয়াবহ যুদ্ধের বার্তা বহন করছে। প্রসঙ্গত ওই অঞ্চলে চীনের দাদাগিরি নিয়ে দীর্ঘদিন ধরেই সরব আমেরিকা, ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশ। গত জুনে ভারত-চীন সীমান্তে উত্তেজনার পর ক্রমাগত এই মহাসাগরেও যুদ্ধের দামামা বেজে ওঠে।
সম্প্রতি গ্লোবাল সিকিউরিটি সামিটে বক্তব্য রাখতে গিয়ে বিপিন রাওয়াত বলেন, এই অঞ্চলের বেশিরভাগ দেশই অর্থনৈতিক স্বার্থে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে চাইছে। তৈরি করা হচ্ছে বিভিন্ন পরিকাঠামোও। তাই ইন্দো-স্পেসিফিক রিজিয়নে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা শুরু হয়েছে। পরিস্থিতি অনুধাবন করে সেখানকার বিভিন্ন প্রকল্পে সাহায্য করার জন্য ভারত মহাসাগরের প্রায় ১২০টি যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে বিভিন্ন দেশ।