ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ করলেন ঐশ্বরিয়া রাই বচ্চন
নিউজ ডেস্কঃ
ইনস্টাগ্রামে অভিষেক ঘটেছে তাঁর। লাস্যময়ী এই বলিউড তারকা একটি পোস্টও দিয়েছেন ইতিমধ্যে। আর তাঁর এই প্রথম পোস্ট নিয়ে তাঁর ভক্ত ও অনুরাগীদের মধ্যে চলছে উচ্ছ্বাস। ঐশ্বরিয়া রাই বচ্চন তাঁর প্রথম ইনস্টাগ্রাম পোস্ট দিতে বেছে নিয়েছেন আমির খানের ‘নাইন-পোস্ট গ্রিড’ স্টাইল। নিজের এবং সন্তান আরাধ্যার একটি শ্যাডো পিক। সম্ভবত ছবিটি ২০১১ সালের, যে বছর তাঁর কোলজুড়ে আসেআরাধ্যা। ঐশ্বরিয়া ছবিটি শেয়ার করে লেখেন, আমি আবার জন্মালাম।
মাত্র ১ দিন অতিবাহিত হয়েছে ঐশ্বরিয়ার ইনস্টাগ্রাম হ্যান্ডেলের বয়স আর তিনি এখন অবস্থান করছেন কান চলচ্চিত্র উৎসবে, তাই ভেরিফাই করা মুশকিল হয়েছে এটা তাঁর সঠিক প্রফাইল কি-না। তবুও একটি বিষয় জানা গেছে, তাঁর ওই পোস্টের পর নিচে স্বামী অভিষেক বচ্চনের মন্তব্য আছে। আর এ থেকেই ধারণা করা হচ্ছে এটিই বলিউড ডিভার আসল ইনস্টাগ্রাম হ্যান্ডেল।