ধর্ষণের শাস্তি ‘নপুংসক’ : আইন পাস্ করলো পাকিস্তান
কলকাতা টাইমসঃ
রাসায়নিক প্রয়োগের মাধ্যমে নপুংসক করে দেওয়া হবে ধর্ষণকারীকে। পাকিস্তানের মাটিতে আজ থেকে চালু হলো এই বিধান। গতকাল ১৫ ডিসেম্বর এই ঐতিহাসিক সিদ্ধান্তকে মান্যতা দিয়ে একে আইন হিসেবে পাস্ করলেন সেদেশের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি। এই আইনে বলা হয়েছে, শিশু এবং মহিলাদের ধর্ষণের মামলায় গঠিত বিশেষ আদালত মাত্র চার মাসের মধ্যে বিচার কার্য সম্পন্ন করবে।
একই সঙ্গে, একটি বিশেষ সরকারি কমিটি অত্যন্ত দ্রুত নির্যাতিতার মেডিকেল পরীক্ষা সম্পন্ন করবেন। এছাড়াও নির্যাতিতার পরিচয় প্রকাশ, তদন্তে গাফিলতি এবং মিথ্যে তথ্য প্রদান করলে পুলিশ বা সরকারি কর্মীদের তিন বছরের কারাদণ্ড এবং জরিমানার বিধান রাখা হয়েছে এই আইনে।