November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

শচীন এবং লারা’কে ছাপিয়ে যাওয়ার মুখে বিরাট কোহলি

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

বিশ্ব ক্রিকেটের দুই কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারা’র রেকর্ড ভাঙার হাতছানি বিরাট কোহলির সামনে। প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্যসমাপ্ত ওয়ানডে সিরিজে শচীনের একাধিক রেকর্ড ভেঙেছেন বিরাট। এবার একসঙ্গে ভেঙে যেতে পারে দুই গ্রেট ব্যাটসম্যানের রেকর্ড। কি সেই রেকর্ড?

ওভালে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ছাড়া সবচেয়ে বেশি টেস্ট রান রয়েছে লারার দখলে। চারটি টেস্টে ৬১০ রান করেছেন ক্যারিবিয়ান কিংবদন্তি। মাত্র ৩টি টেস্ট খেলে কোহলি করেছেন ৪৩১ রান। আর ১৭৯ রান করলেই লারা’র রেকর্ড ভেঙে নন-অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান হিসেবে অ্যাডিলেড ওভালে সবচেয়ে বেশি রান করার নজির গড়বেন বিরাট।

আর একটি সেঞ্চুরি পেলেই অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে শচীনের সর্বাধিক ৬টি সেঞ্চুরির রেকর্ড ভাঙবেন কোহলি। প্রসঙ্গত, শচীন ২০টি টেস্ট খেলে ৬টি সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ায়। অন্যদিকে কোহলি ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার মাটিতে মাত্র ১২ টি টেস্ট খেলে ৬টি সেঞ্চুরি হাঁকিয়েছেন।

Related Posts

Leave a Reply