January 20, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি রোজনামচা

এবার মঙ্গলে ড্রোন ওড়াবেন নাসার বিজ্ঞানীরা !

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

মঙ্গল গ্রহে ড্রোন হেলিকপ্টার পাঠাতে চলেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। পৃথিবী থেকেই নিয়ন্ত্রণ করা যায় এমনই এক অত্যাধুনিক হেলিকপ্টার পাঠানোর পরিকল্পনা করছে তাঁরা। পৃথিবীর বাইরে হেলিকপ্টারটি পাঠানোর মাধ্যমে প্রথমবারের মতো অন্য কোনো গ্রহে এই ধরনের যান ব্যবহার করবে নাসা। মঙ্গলে পরবর্তী প্রজন্মের একটি রোভার বসানোর মিশনের একটি অংশ হিসেবে হেলিকপ্টারটি পাঠাবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটি।

হেলিকপ্টারটিতে জ্বালানি থাকবে না। চলবে ব্যাটারিতে। হেলিকপ্টারটির আকার অত্যন্ত ছোট। একেবারে খেলনা হেলিকপ্টারের মতো দেখতে। তবে এই মিশন সফল হলে এর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আরো বড় হেলিকপ্টার তৈরি করারও পরিকল্পনা রয়েছে নাসার। পৃথিবীতে ওড়ার মতো হেলিকপ্টার থেকে কিছুটা ভিন্ন এই হেলিকপ্টার। মঙ্গলের পাতলা বায়ুমণ্ডলে উড়তে পারবে এমনভাবেই নকশা করা হয়েছে রিমোট নিয়ন্ত্রিত হেলিকপ্টারটি। হেলিকপ্টারের ব্যাটারি চার্জ হলে তাকে ওড়ার জন্য নির্দেশ দেবেন পৃথিবীতে থাকা নিয়ন্ত্রণকারীরা। আর সেই অনুযায়ী উড়বে এটি। একটি গাড়ির আকারে রোভারের সঙ্গে জুড়ে রোটরক্রাফটটি মঙ্গলগ্রহে পাঠানো হবে বলে জানিয়েছে নাসা।

 

Related Posts

Leave a Reply