অবিবাহিত মহিলাদের ‘দেশের বোঝা’ হিসেবে চিহ্নিত করলেন এই রাজনীতিবিদ !
নিউজ ডেস্কঃ
‘অবিবাহিত মহিলারা দেশের জন্য বোঝা’ -এমনই মন্তব্য করে প্রবল সমালোচনার মুখে পড়লেন জাপানি এক রাজনীতিবিদ। তিনি সম্প্রতি জাপানিদের সন্তান জন্মদানের হার কমে যাওয়াটাকে এক বিপর্যয়কর পরিস্থিতি, এবং এর পেছনে একমাত্র অবিবাহিত মহিলাদেরই কারণ হিসেবে তুলে ধরেন। জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা কানজি কাতো সম্প্রতি এই মন্তব্য করেছেন। তিনি বলেন, অবিবাহিত মহিলারা দেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।
সম্প্রতি দলের এক বৈঠকে তিনি এই মন্তব্য করেছেন। কাতো বলেন, তাকে একটি বিয়ের অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখতে বলা হয়েছিল। তিনি তার বক্তৃতায় নবদম্পতিকে কমপক্ষে তিনটি সন্তান জন্মদানে উৎসাহিত করেছিলেন। তবে যেসমস্ত মহিলারা বিবাহ করতে চান না তারা ওই সময় এর প্রতিবাদ করেছিল। কাতোর মতে, মহিলারা যদি বিয়ে না করেন তাহলে তারা সন্তান জন্ম দিতে সক্ষম হবে না এবং তাদেরকে বৃদ্ধ বয়সে অন্যের সন্তানদের করের টাকায় বৃদ্ধাবাসে থাকতে হবে।’ তবে কাতোর এই বক্তব্যের যথেষ্ট সমালোচনা হচ্ছে রাজনৈতিক মহলে।