যাওয়ার আগে নরেন্দ্র মোদিকে বিরল মার্কিন সম্মানে ভূষিত করলেন ডোনাল্ড ট্রাম্প
কলকাতা টাইমসঃ
‘চিফ কম্যান্ডার অব দ্য লিজিওন অব মেরিট’ হিসেবে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বেছে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গদি ছাড়ার আগে মোদিকে বিরল মার্কিন সম্মানে ভূষিত করে আরও একবার ভারত প্রীতির প্রমান দিলেন তিনি। দেশের যোগ্য রাষ্ট্রনেতাদেরই এই পুরস্কার প্রদান করা হয়। মার্কিন জাতীয় সুরক্ষা উপদেষ্টা রবার্ট ও ব্রায়েন বলেন, মোদির নেতৃত্বে ভারত বর্তমানে দ্রুত বিশ্বের বড় শক্তি হিসেবে উঠে আসছে, যে কারণে এই সম্মান তারই স্বীকৃতি বলে জানিয়েছেন তিনি।
হোয়াইট হাউসে মোদির হয়ে এই সম্মানটি গ্রহণ করেন আমেরিকায় অবস্থিত ভারতীয় রাষ্ট্রদূত তারানজিৎ সিং সান্ধু। একইভাবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে দেওয়া হয়েছে এই সম্মাননা। প্রসঙ্গত, আগামী জানুয়ারিতেই মার্কিন প্রেসিডেন্ট পদে দায়িত্ব গ্রহণ করবেন জো বাইডেন।