করোনা নয়শ বিলিয়ন ডলার দেওয়াটাকে জলাঞ্জলি বলছেন ট্রাম্প
করোনাভাইরাস মহামারির জন্য নয়শ বিলিয়ন মার্কিন ডলারের প্রণোদনা প্যাকেজে সম্মত হয়েছেন মার্কিন আইনপ্রণেতারা। কিন্তু মার্কিন কংগ্রেসে পাস হওয়া এই প্রণোদনা বিলকে অপব্যয় আখ্যা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
এদিকে প্রণোদনা বিলটি কার্যকর হওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের প্রয়োজন। গতকাল মঙ্গলবার রাতে এক টুইট বার্তায় ট্রাম্প বলেছেন, বিলটি ‘অসম্মানজনক’ ও ‘অপব্যয়’। এদিকে প্রত্যেক মার্কিনির জন্য মাথাপিছু বরাদ্দের হার বাড়ানোর ব্যাপারে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রণোদনা বিলের নাম দেওয়া হয়েছে করোনা রিলিফ বিল। অথচ করোনাভাইরাসের সঙ্গে এর প্রায় কোনো সম্পর্কই নেই।
তিনি আরো বলেন, এই নয়শ বিলিয়ন মার্কিন ডলারের প্রণোদনা প্যাকেজে প্রত্যেক মার্কিনির জন্য ছয়শ ডলার করে বরাদ্দ দেওয়া হয়েছে। সেই বরাদ্দ জনপ্রতি দুই হাজার মার্কিন ডলার করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প।
ট্রাম্প আরো বলেন, প্রণোদনা প্যাকেজের অর্থ দুস্থ মার্কিনিদের জন্য খরচ করা দরকার। কংগ্রেস অন্য রাষ্ট্র, লবিস্ট আর বিশেষ স্বার্থের জন্য অনেক অর্থ খুঁজে পায়। অথচ দেশের মানুষের জন্য সে তুলনায় সামান্য খরচ করে।