বার বার উপসর্গ বদলে ভ’য়ঙ্কর হচ্ছে করোনাভাইরাস। ই’নফ্লু’য়েঞ্জা আর হার্ট অ্যা’টাকের উপসর্গের পর এবার গ্যাস্ট্রিকের সমস্যার ছ’দ্মবে’শে হাজির করোনাভাইরাস!একে বিশেষজ্ঞরা ‘গ্যাস্ট্রো-করোনাভাইরাস’ বলে ব্যাখ্যা দিয়েছেন। আসুন গ্যাস্ট্রো করোনাভাইরাসের উপসর্গগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক…
গ্যাস্ট্রো-করোনাভাইরাস শুনে অনেকেই আ’ন্দাজ করে নিয়েছেন এর সঙ্গে পেটের সমস্যা জ’ড়িয়ে রয়েছে। থেকে থেকেই পেটে ব্যথা, পেট কা’মড়ানো বা মোচড় দেওয়া বা ডায়েরিয়ার মতো সমস্যা এই গ্যাস্ট্রো করোনাভাইরাসের অন্যতম উপসর্গ।বিশেষজ্ঞরা বলছেন, পেটে ব্য’থা, পেট কা’মড়ানো বা মোচড় দেওয়া, পেট শ’ক্ত হয়ে থাকা সঙ্গে জ্বর— এগুলোই হল গ্যাস্ট্রো করোনাভাইরাসের প্রাথমিক লক্ষণ।
বিশেষজ্ঞদের মতে, দু’-তিন দিন ধ’রে পেটে ব্যথা, পেট খারাপের সঙ্গে সঙ্গে জ্বর, কাশির মতো সমস্যাও যদি থাকে, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।