সান্তা সেজে হোমে গিফট বিলি বিশ্বের অন্যতম সুপারস্পেডারের: করোনায় আক্রান্ত হলেন ১৫৭ জন !
কলকাতা টাইমসঃ
ক্রিসমাসডে’র বেশ কিছুদিন আগেই সান্তা সেজে একটি হোমে সারপ্রাইজ ভিজিটে যান এক ব্যক্তি। আবাসিকদের হাতে তুলে দেন আগাম ক্রিসমাস গিফট। কিন্তু, এরপর যা ঘটলো তা ভয়াবহ। ওই হোমের মোট ১২১ জন আবাসিক এবং ৩৬ জন কর্মী। যার মধ্যে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ১৮ জনের। বেলজিয়ামের এই ব্যক্তিই বিশ্বের অন্যতম সুপারস্পেডার হিসেবে আলোচনার শীর্ষে।
জানা যাচ্ছে, সপ্তাহ দুয়েক আগে এক ব্যক্তি সান্তা ক্লজ সেজে বেলজিয়ামের অ্যান্টওয়ার্পের একটি হোমে আসেন। পরে জানা যায় ওই ব্যক্তিই সুপারস্প্রেডার। এরপরই হোমের ৫ বাসিন্দার করোনায় মৃত্যু হয়। সান্তা সাজা ব্যক্তি কেয়ার হোম থেকে বাড়ি ফিরে করোনা পরীক্ষা করার পর তাঁর রিপোর্ট পজিটিভ আসে।