মার্কিন পণ্যের ওপর নজরদারি শুরু করলো পাকিস্তান
নিউজ ডেস্কঃ
মার্কিন যুক্তরাষ্ট্রের কুটনীতিবিদ ও পণ্যের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করল পাকিস্তান৷ এবার থেকে আমেরিকার পণ্যসম্ভারকে পাকিস্তানি বিমানবন্দরে বিশেষ স্ক্যানিংয়ের মধ্য দিয়ে যেতে হবে৷ সম্প্রতি পাকিস্তানি কুটনীতিকদের ভ্রমণের ওপর কিছু বাধা নিষেধ আরোপ করে ট্রাম্প প্রশাসন৷ এতে বলা হয়েছে, আমেরিকায় অবস্থিত চারটি পাকিস্তানি কনস্যুলেটের কর্মকর্তাদের কোথাও যেতে গেলে স্টেট ডিপার্টমেন্টের কাছ থেকে অনুমতি নিতে হবে৷
পাকিস্তানি কুটনীতিবিদদের ওপর আমেরিকার এই বাধা আরোপের পরিপ্রেক্ষিতেই এবার মার্কিন যুক্তরাষ্ট্রের কুটনীতিকদের উপর বাধা আরোপ করল ইসলামাবাদ৷ এই পদক্ষেপটি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে আমেরিকান কুটনীতিবিদরা অফিসিয়াল ও ভাড়া গাড়িতে কালো কাঁচ ব্যবহার করতে পারবেন না৷ এছাড়া গাড়িতে বিশেষ নম্বর প্লেটও ব্যবহার করতে পারবেন না৷ শুধু গাড়ি নয়, কিছু বিধিনিষেধ কড়া করা হয়েছে, মার্কিন কূটনীতিকদের ব্যবহার করা মোবাইল সিম ও পাসপোর্টের ওপর৷
চলতি বছরের এপ্রিল মাসেও ভিসা নীতি নিয়ে দুই দেশের মধ্যে চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছিল৷ এই উত্তেজনা এতটাই বেড়ে গিয়েছে যে পাকিস্তানি আধিকারিকদের জন্য স্বল্প সময়ের ভিসা জারি করেছে আমেরিকা ৷ তারই জেরে পাল্টা দিচ্ছে পাকিস্তান৷