ভারত মহাসাগরের গভীরে চীনের ১৪ গুপ্তচর
কলকাতা টাইমসঃ
ভারত মহাসাগরের গভীরে টহল দিচ্ছে চীনের ১৪ গুপ্তচর। জানা যাচ্ছে, বিভিন্ন গোপন তথ্য সংগ্রহের জন্য বিপুল সংখ্যক আন্ডারওয়াটার ড্রোন পাঠিয়েছে চীন। ড্রোনগুলোর পোশাকি নাম সি ‘উইং গ্লাইডার’। চীনা ভাষায় ‘হাইয়ি’। এগুলো আনক্রুড আন্ডারওয়াটার ভেইকেল বা আনম্যানড ভেইকেল হিসেবে পরিচিত।
সূত্রের খবর, গত বছরের ডিসেম্বরে ড্রোনগুলো পাঠানো হয়। মাত্র ২ মাসের মধ্যেই চীনের ওই যান্ত্রিক গুপ্তচরেরা ৩৪০০ বার গোপন তথ্য সংগ্রহ করে বলে জানা যাচ্ছে। চীন একইসঙ্গে দক্ষিণ মেরুতেও এই ধরণের ড্রোন পাঠিয়েছে বলে খবর।