November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ধর্ম

নতুন বছরে ফিরবে ভাগ্য যদি মানেন এই টিপস!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

শুরু হয়ে গেছে ২০২১। সবারই আশা এই বছর সবার জীবনে  আসবে। কারণ একবার পুরনো বছরের দিকে ফিরে তাকালেই দেখা যাবে সবার আগে করোনার থাবা।  কিছু ভাল স্মৃতির পাশাপাশি কিছু খারাপ ঘটনাও থাকবে৷ কিন্তু সেই খারাপকে কাটিয়ে এগিয়ে চোলাই জীবন।তাই ২০২১-য় সৌভাগ্যের সন্ধানে অবশ্যই মেনে চলুন এই বাস্তু টিপস৷

১) বসার ঘরে কি পরিবারের সকলের ছবি আছে? নিদেনপক্ষে গ্রুপ ফটো! না থাকলে টাঙিয়ে ফেলুন৷ সংসারে সংহতির জন্য এ জিনিস জরুরি৷ এমনটাই মত বাস্তু বিশেষজ্ঞদের৷

২) প্রার্থনার ঘর কি কোনওভাবে বাথরুমের কাছাকাছি? তবে দূরত্ব বাড়িয়ে ফেলাই ভাল৷

৩) ঘরে কি অ্যাকোয়ারিয়াম আছে? তাহলে দেখুন সেটি উত্তর-পূর্ব কোণে আছে কি না? যদি না থাকে তবে সেই জায়গায় রাখুন৷ ন’টি গোল্ড ফিস ও একটি ব্ল্যাক ফিস রাখা মঙ্গলজনক৷

৪) পড়াশোনার সময় সন্তান কোন দিকে মুখ করে বসে? খেয়াল রাখুন যাতে সে পূর্বমুখো হয়ে বসে৷ পড়াশোনায় মনযোগী হয়ে ওঠার ক্ষেত্রে এটি জরুরি৷

৫) ঘরের সদর দরজা খুলেই কি ডাইনিং রুম চোখে পড়ে? এমনটা না হওয়াই ভাল৷ একান্ত হলে কোনও একটা আড়াল টানার চেষ্টা করুন৷

৬) পচা খাবার, শুকনো ফুল, ছেঁড়া কাপড়, বাতিল কাগজপত্র, কৌটো এসব ঘরের মধ্যে জমা না করে রাখাই ভাল৷ বলা হয়, এতে নাকি ভাগ্য লক্ষ্মী প্রবেশে বাধা পান৷

৭) ঘরের আশেপাশে কি গাছ আছে? খেয়াল রাখুন কলাগাছ বা পিপুলের ছায়া যেন আপনার বাড়ি বা জানালায় না পড়ে৷

৮) হিন্দুদের জন্য প্রযোজ্য : ঘরে কি তুলসী গাছ আছে? না থাকলে ঘরের উত্তর-পূর্ব কোণ দেখে একটি তুলসীর টব বসান৷ তুলসীর থেকে উপকারী ও পবিত্র গাছ আর কী আছে৷

৯) ঘরের আসবাবগুলো কি ছড়িয়ে ছিটিয়ে, যেমন তেমন করে আছে? তাহলে আজই গোছানো শুরু করুন৷ চেষ্টা করুন যাতে চতুষ্কোণ বা বৃত্তাকার ফর্মে আসে৷ ঘরে যদি পেন্টিং রাখেন তবে হতাশাজানক যেমন কান্নার রাখবেন না৷ বরং সূর্যোদয় বা ওই জাতীয় কিছু রাখতে পারেন৷ যাতে একটা পজিটিভিটি থাকে৷

১০) রান্নাঘরে কোনও আয়না রাখবেন না৷ ঘরের কোণগুলি যদি অন্ধকার হয়ে থাকে তবে আলোর ব্যবস্থা করুন৷ সদর দরজার সামনেও উজ্জ্বল আলো রাখবেন৷ বেডরুমে টিভি না রাখাই ভাল৷ লিভিং রুমেই জায়গা হোক টিভির৷ সাধারণত দক্ষিণ-পূর্ব কোণে রাখারই নির্দেশ দেওয়া হচ্ছে৷

Related Posts

Leave a Reply