নিলামে উঠতে চলেছে গান্ধীজির ব্যবহৃত কাঠের তৈরী বাটি এবং চামচ
কলকাতা টাইমসঃ
নিলামে উঠতে চলেছে গান্ধীজির ব্যবহৃত কাঠের তৈরী বাটি এবং চামচ। ইস্ট ব্রিস্টল অকশন হাউসের তরফে কাঠের তৈরি একটি বাটি, দুটি চামচ এবং একটি কাঁটা চামচ নিলামে উঠছে বলে জানা যাচ্ছে।সূত্রের খবর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গৃহবন্দি থাকাকালীন কিছুদিন সুমতি মোরারজি নামে এক পরিচিতের বাড়িতে ছিলেন মহাত্মা গান্ধী। পরবর্তীকালে তাদের হেফাজতে থাকা এই বাটি-চামচগুলো বিক্রি করে দেন।
জানা যাচ্ছে, ১৯৪২ থেকে ১৯৪৪ সালের মধ্যে ব্রিটিশদের হাতে গৃহবন্দি থাকা কালীন এগুলি ব্যবহার করেছিলেন গান্ধীজি। প্রাথমি ভাবে ৫৫ হাজার পাউন্ড এগুলির দাম ধার্য করা হলেও যা ১ লক্ষ পাউন্ডের কাছাকাছি পৌঁছতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।