আমেরিকার সবচেয়ে বড়ো চাষীর নাম ‘বিল গেটস’ !
কলকাতা টাইমসঃ
পরিচয়ের নিরিখে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। নাম, বিল গেটস। এহেন ব্যক্তিই কিনা মার্কিন মুলুকের সবচেয়ে বেশি কৃষি জমির মালিক! জানা যাচ্ছে, সেই জমির পরিমান প্রায় ২ লক্ষ ৪২ হাজার একর ! সম্প্রতি এক মার্কিন রিপোর্টেই তুলে ধরা হয়েছে এই তথ্য। জানা যাচ্ছে আমেরিকার মোট ১৮টি রাজ্যে বিল গেটস এবং তার স্ত্রী মেলিন্ডা গেটসের নামে বিপুল পরিমান কৃষিজমি রয়েছে। যার মধ্যে শীর্ষে রয়েছে যথাক্রমে, লুইজিয়ানা-৬৯ হাজার ৭১ একর, আরকানাস-৪৭ হাজার ৯২৭ একর এবং নেব্রাস্কায় ২০ হাজার ৫৮৮ একর কৃষিজমি রয়েছে তাদের।
বিল গেটস আমেরিকার সবচেয়ে বেশি কৃষিজমির মালিক হলেও, সবচেয়ে বেশি জমির মালিকানার নিরিখে এগিয়ে রয়েছেন বিলিওনেয়ার ব্যবসায়ী জন মেলোন। ২২ লাখ একর জমির মালিক এই ধনকুবের। সূত্রের খবর, কৃষিজমি ছাড়াও মার্কিন মুলুকে আরও কয়েক হাজার একর জমির মালিক বিল গেটস। যার মধ্যে ২৫ হাজার একর জমিতে ৮০ হাজার বাড়ি এবং ৪ হাজার একর জমিতে স্কুল, অফিস কমার্শিয়াল শপ নির্মাণের পরিকল্পনা রয়েছে তাদের।