দোরগোড়ায় ভোট: মমতার মাস্টারস্ট্রোক
কলকাতা টাইমসঃ
নেতাজির ১২৫ তম জন্মদিনে রেড রোডের অনুষ্ঠান মঞ্চ থেকে কলকাতাকে রাজধানী করার দাবি করলেন মমতা বন্দোপাধ্যায়। শুধু তাই নয়, দেশের চার প্রান্তে চারটি রাজধানী তৈরির দাবি করেন। কেনো এই শহরেও বসবে না সংসদের অধিবেশন। বিভিন্ন মরশুমে বিভিন্ন প্রান্তে বসুক সংসদের মরশুমি অধিবেশন। কথা প্রসঙ্গে ইংরেজ আমলে একসময় কলকাতার দেশের রাজধানী থাকার কথাও উল্যেখ করেন রাজ্যের মুখমন্ত্রী।
মমতার এই বক্তব্যকেই মাস্টারস্ট্রোক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাদের বক্তব্য শিয়রে ভোট, তার আগে কলকাতাকে রাজধানী তৈরির দাবি জানিয়ে রাজ্যের মানুষকে অনেকটাই কাছে টানার চেষ্টা করলেন তিনি। উস্কে দিলেন তাদের ভাবাবেগকে। ভোটের নির্ঘন্ট ঘোষণা হতে দিন কয়েক বাকি, তার আগে মমতার এই দাবি তাৎক্ষণিক ভাবে হলেও রাজ্যের মানুষকে প্রভাবিত করবে বলেই মনে করা হচ্ছে।