বাবার ছিলো অটো: ছেলের বিএমডব্লিউ !
কলকাতা টাইমসঃ
অটোচালক বাবার একমাত্র স্বপ্ন ছিলো ছেলে সফল ক্রিকেটার হোক। অস্ট্রেলিয়ার মাটিতে ছেলে যখন বাবার সেই স্বপ্ন সার্থক করে তুলছেন, ঠিক তখনই এসে পৌঁছয় বাবার মৃত্যু সংবাদ। বুকে পাথর চাপা দিয়ে বীরের মতন লড়াই চালিয়ে ঐতিহাসিক সিরিজ তুলে দেন ভারতীয় দলের হাতে। অস্ট্রেলিয়ার ক্রিকেট দর্শক তাকে দেখেছে সাফল্য পাওয়ার পর বাবার স্মৃতিতে তাকে আবেগঘন মুহূর্ত কাটাতে। অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে ছারখার করে দেওয়া এই পেসারের নাম মোহাম্মদ সিরাজ।
জানা যাচ্ছে, অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারির বর্তমানে বিএমডব্লিউর মালিক। অস্ট্রেলিয়া সফর চলাকালীনই বাবার মৃত্যুর সংবাদ পান। মায়ের নির্দেশে অস্ট্রেলিয়ায় থেকে যান দেশের জন্য। সিরিজের দ্বিতীয় টেস্টে অভিষেক হওয়া সিরাজ ৩ ম্যাচে তুলে নেন ১৩টি উইকেট। প্রসঙ্গত, চার ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারায় ভারত। দেশে ফিরেই সিরাজ ছুটে যান বাবার কবরের পাশে। হায়দরাবাদের দরিদ্র অটোচালক মোহাম্মদ ঘাউসের পুত্র ভারতের এই সম্ভবনাময় পেসার।