‘জয় শ্রী-রাম’ ধ্বনি নিষিদ্ধ করার জন্য হাইকোর্টের শরণাপন্ন হতে চলেছেন মদন মিত্র
কলকাতা টাইমসঃ
‘জয় শ্রী-রাম’ ধ্বনি নিয়ে বেজায় চটেছে এরাজ্যের তৃণমূল সরকার। সম্প্রতি নেতাজির জন্মজয়ন্তীতে ভিক্তোরিয়ায় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে জয় শ্রীরাম ধ্বনি আগুনে ব্যাপক ঘৃতাহুতি করেছে। এবার এই নির্দিষ্ট ‘ধ্বনি’টিকে নিষিদ্ধ ঘোষণা করার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করতে চলেন রাজ্যের তৃণমূল সরকারের প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্র।
প্রাক্তন মন্ত্রীর বক্তব্য, কেনো রাম জায়া সীতাকে বাদ দিয়ে শুধু রামের নাম জয়ধ্বনি দেওয়া হবে? তার দাবি জয় সিয়া-রাম’ অর্থাৎ সীতা-রাম শব্দ একসঙ্গেই উচ্চারণ করা উচিত। আজ এক বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে এসে এই দাবি করেন মদনবাবু।