স্পাইনাল কর্ডের সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে মিঠুন চক্রবর্তী
নিউজ ডেস্কঃ
স্পাইনাল কর্ডের সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। দিল্লিতে এক বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।
অসুস্থতার কারণে অনেকদিন ধরেই নিজেকে কার্যত আত্মগোপন করে রেখেছেন এই বিখ্যাত তারকা। তবে ড্যান্স রিয়েলিটি শো ড্যান্স ইন্ডিয়া ড্যান্স-এর বিচারক হিসেবে ছোটপর্দায় মাঝেমধ্যেই দেখা যেত তাকে। কিন্তু শারীরিক কারণে ওই শো থেকেও সরে দাঁড়ান এই অভিনেতা। জানা গেছে, দিল্লিতে চিকিৎসায় ইতিবাচক সাড়া পাচ্ছেন তিনি। শিগগিরই হয়তো তার নিজের ঠিকানায় দেখা যাবে এই অভিনেতাকে। তবে বর্তমানে সবার অলক্ষ্যে একান্তে সময় কাটাচ্ছিলেন।
ভারতের এই বিখ্যাত অভিনেতা তার দীর্ঘ ক্যারিয়ারে এ পর্যন্ত অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। তার মধ্যে মৃগয়া, দো আনজানে, মেরা রক্ষক, সুরক্ষা, হাম পাঁচ, সিতারা, ওয়ারদাত, আদত সে মজবুর, জিনে কি রাহ, ডিস্কো ড্যান্সার, ত্রয়ী, হিরো কা চোর অন্যতম।