অস্ট্রেলিয়ায় প্রবল সফল -সিরাজ, নটরাজন, শার্দুল, এবং ওয়াশিংটনের কাল কি হবে ?
কলকাতা টাইমসঃ
আগামীকাল প্রথম টেস্টে চিদাম্বরমে পিচে এখনও পর্যন্ত যথেষ্ট পরিমাণে ঘাস, সেক্ষেত্রে তৃতীয় পেসার হিসেবে দলে ঢুকে পড়ার সম্ভবনা দেখা দিয়েছে অস্ট্রেলিয়া সফরের অন্যতম আবিষ্কার মোহম্মদ সিরাজের। সিরাজ, নটরাজন, শার্দুল, ওয়াশিংটনের মত তরুণ বোলাররাই আপাতত চর্চার বিষয়। এমনকি পঞ্চম বোলার হিসেবে কে খেলবেন তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। রবীন্দ্র জাদেজা এখনও সুস্থ নন।
সেই জায়গায় কুলদীপ যাদবের খেলার সম্ভাবনা উজ্জ্বল। তবে কুলদীপ খেললে, ভারতের লোয়ার অর্ডারের ব্যাটিং একেবারেই দুর্বল হয়ে পড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়ায় বল এবং ব্যাট হাতে উল্লেখযোগ্য পারফর্ম করা ওয়াশিংটন সুন্দরের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একইসঙ্গে যদি বাঁহাতি স্পিনার খেলাতে চান আবার যিনি ভালো ব্যাটও করতে পারেন তাহলে ড্রেসিংরুমে উপস্থিত রয়েছেন অক্ষর প্যাটেল।