কাজ করছে না: অক্সফোর্ডের ভ্যাকসিন আপাতত বাতিল করলো দক্ষিণ আফ্রিকা !
কলকাতা টাইমসঃ
আশানুরূপ কাজ করছে না অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন। ঠিক এই কারণ দেখিয়ে আপাতত এই সংস্থার তৈরী ভ্যাকসিনের প্রয়োগ সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিলো দক্ষিণ আফ্রিকার সাস্থ মন্ত্রক।প্রসঙ্গত, সাম্প্রতিক এক গবেষণা বলছে, অক্সফোর্ডের তৈরী এই ভ্যাকসিন করোনার নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে তেমন কাজ করছে না। বিশেষজ্ঞদের ধারণা, দক্ষিণ আফ্রিকায় প্রায় ৯০ শতাংশ সংক্রমণের পিছনে রয়েছে এই নতুন রূপের করোনা ভাইরাস।
জানা যাচ্ছে, ইতিমধ্যেই অ্যাস্ট্রাজেনেকার ১০ লক্ষ ভ্যাকসিন তারা আমদানি করেছে। আগামী সপ্তাহ থেকেই যা প্রয়োগ করার কথা ছিল। দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী জুয়েলি এমখিজে জানান, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়ে আরও কিছুটা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। এই বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে ইউনিভার্সিটি অফ দ্য উইটওয়াটার্সর্যান্ড। তারাই আপাতত বিষয়টি খতিয়ে দেখছে। তার বক্তব্য, বর্তমানে তাদের সরকার জনসন অ্যান্ড জনসন ও ফাইজারের তৈরী ভ্যাকসিন ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।