জীবনভর টুইটারে পা-মাড়াতে পারবেন না ডোনাল্ড ট্রাম্প
কলকাতা টাইমসঃ
ডোনাল্ড ট্রাম্পকে সারা জীবনের জন্য ব্যান করে দেয় টুইটার। জ্যাক ডোরসির এই বিশ্বখ্যাত সামাজিক যোগাযোগ মাধ্যম পরিষ্কার জানিয়ে দেয়, ভবিষ্যতে ট্রাম্প আবারও সংস্থার ঘোষণা, আর কোনও দিনই টুইটারে অ্যাকাউন্ট খুলতে দেওয়া হবে না আমেরিকার এই সাবেক এই প্রেসিডেন্টকে। এমনকি, ফের কোনও দিনমার্কিন প্রেসিডেন্টের আসনে বসলেও তাদের সিদ্ধান্ত বদল হবে না।আজ টুইটারের চিফ ফাইনান্সিয়াল অফিসার নেড সেগল জানান, “আমাদের নীতিই হল, একবার কারও অ্যাকাউন্ট সরিয়ে দেওয়া হলে সেটা চিরদিনের মতন বন্ধ থাকে।”
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেও ট্রাম্পের বেশ কিছু টুইট মুছে দেয় টুইটার। অভিযোগ, গত ৬ জানুয়ারি তার উস্কানিমূলক টুইটের জেরেই আমেরিকার সংসদ ভবন ‘ক্যাপিটল হিলসে’-এ তাণ্ডব চালান ট্রাম্প সমর্থকরা। এরপরই তার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেয় টুইটার কর্তৃপক্ষ। অ্যাকাউন্ট বন্ধ করার সময় টুইটারে ট্রাম্পের ফলোয়ারের সংখ্যা ছিল প্রায় ৮০ লাখ।