কাগজের বোতলেই বন্দি হতে চলেছে ভদকা থেকে কোকাকোলা, মায় বিয়ার !
কলকাতা টাইমসঃ
বিভিন্ন বহুজাতিক কোম্পানি তাদের প্রোডাক্টের জন্য অভিনব কাগজের বোতল ব্যবহার করার পরিকল্পনা করছে বলে জানা যাচ্ছে। সেই তালিকায় রয়েছে হার্ড ড্রিকংস থেকে সফ্ট ড্রিংকস। মূলত পরিবেশ দূষণ রোধে’র পরিকল্পনার কথা মাথায় রেখেই এই উদ্যোগ নিচ্ছেন বিশ্বের তাবড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলি।
এক গবেষণায় জানা গেছে, গত বছর প্লাস্টিক দূষণে শীর্ষস্থানে ছিল কোকা-কোলা। কোকা-কোলার পাশাপাশি ভদকা প্রস্তুতকারক অ্যাবসল্টও আমেরিকা এবং ব্রিটেনে পরীক্ষামূলকভাবে কাগজের বোতল ব্যবহার করবে বলে জানিয়েছে। এমনকি বিয়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠান কার্লসবার্গও কাগজের বোতল তৈরি করছে। নেসলেও এই উদ্যোগে গত বছর থেকে সামিল হয়েছে।