স্যালাইন ওয়াটার দিয়ে ৫৮ হাজার নকল করোনা-ভ্যাকসিন তৈরী হয় চীনে !
কলকাতা টাইমসঃ
স্যালাইন ওয়াটার দিয়ে নকল ভ্যাকসিন বানিয়ে গ্রেফতার এক চীনা ব্যক্তি। চীনে বসেই প্রায় ৫৮ হাজার নকল করোনা ভ্যাকসিন বিক্রির মাধ্যমে কোটি কোটি টাকার ব্যবসা করে সে। তাকে গ্রেফতারের পর সামনে আসে চাঞ্চল্যকর এক তথ্য। জানা যাচ্ছে, ভ্যাকসিন তৈরির আগে তার প্যাকেজিং নিয়ে রীতিমতো গবেষণা চালান ওই করিৎকর্মা ব্যক্তি।
বিদেশেও এই ভ্যাকসিন পাচার করা হয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। কিন্তু কোথায় সে সম্পর্কে বিস্তারিত কিছু জানান নি তারা। এই ঘটনায় প্রায় ৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। জানা যাচ্ছে, কং এর চক্র গত আগস্ট থেকেই এই ব্যবসা শুরু করেন। এভাবে প্রায় ২৭ লক্ষ ডলার করায়ত্ত করে তারা। এমনকি গত নভেম্বরে এই নকল ভ্যাকসিনের ৬০০টি ডোজ হংকংয়ে পাঠানো হয়েছিলো। এক্ষেত্রে ভ্যাকসিন প্রস্তুতকারীদের নেটয়ার্কগুলোই ব্যবহার করতো এই প্রতারকের দল।