বলে কি বিশ্বের সবচেয়ে বেশি ফেক আইডি রয়েছে এই ৩ দেশে !
কলকাতা টাইমস :
স্বপন তার কৃষ্ণচুড়া নামের ফেইসবুক আইডিটি সকালে ওপেন করতে গিয়ে ফেইসবুক থেকে নটিফিকেশন পেল।
ফেইসবুকের মনে হয়েছিল এটা একটি ফেইক আইডি তাই ফেইসবুক স্বপনকে জানিয়েছে উপযুক্ত প্রমান দেয়ার জন্য যে আইডিটি রিয়েল। বলছিলাম ফেইসবুক কর্তৃপক্ষের ফেসবুকে ফেক অ্যাকাউন্ট চিহ্নিত করতে বিশেষ ব্যবস্থা নিতে উঠে পড়ে লাগার কথা।
ফেক অ্যাকাউন্ট নজরদারিও চলছে। খুঁজে পেলেই তা ডিলিট করে দেয়া হবে। ফেসবুক কর্তৃপক্ষ এই ফেক অ্যাকাউন্ট বাছাই এর কাজ শুরু করেছে। ব্যবহারকারীর আচরণ বিশ্লেষণ করে অ্যাকাউন্ট সন্দেহজনক মনে হলে সেটি বন্ধ করে দিচ্ছে ফেসবুক।
বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং সৌদি আরবে সবেচয়ে বেশি ফেক অ্যাকাউন্ট রয়েছে বলে জানিয়েছে ফেসবুক। ফেক আইডি বন্ধের এই অভিযান আগামী ছয় মাস চলবে।
বাংলাদেশের অনেক ফেসবুক ব্যবহারকারী তাদের ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে সমস্যায় পড়ছেন বলে জানিয়েছেন।
ফেসবুকে যেসব অ্যাকাউন্টকে সন্দেহজনক মনে হচ্ছে, সেসব অ্যাকাউন্টধারীদেরকে প্রমাণ দিতে নোটিফিকেশন পাঠাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। উপযুক্ত প্রমাণ না দিতে পারলে সেসব অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হচ্ছে। ইতোমধ্যে কিছু ফেক আইডি বন্ধও করেছেন তারা।