কর্মীদের বিপুল বেতন বৃদ্ধির নজিরবিহীন সিদ্ধান্ত এক মালিকের !
কলকাতা টাইমসঃ
২০০৪ সালেমাত্র ১৯ বছর বয়েসে ড্যান প্রাইস এবং তার ভাই লুকাস ‘গ্রাভিটি পেমেন্টস’ নামে একটি ক্রেডিট কার্ড প্রসেসিং সংস্থা প্রতিষ্ঠা করেন। মাত্র ৪ বছরের মধ্যেই ওয়াশিংটনের সবচেয়ে বড় ক্রেডিট কার্ড সংস্থায় পরিণত হয় এটি। ওয়াশিংটনের বালার্ডে সংস্থার সদর দফতরে বর্তমানে ২০০ জন কর্মী কাজ করেন। বর্তমান করোনা আবহে তার সংস্থার কর্মীদের বিপুল বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে আপাতত সংবাদ শিরোনামে সংস্থার মালিক ড্যান প্রাইস। ২০১৯ সালেই প্রত্যেক কর্মীর বেতন বছরে ১০ হাজার ডলার বাড়িয়ে দেন সংস্থার এই সিইও।
প্রসঙ্গত,ড্যান আগে বছরে সংস্থা থেকে ১০ লাখ ডলার মাইনে নিতেন। এখন তিনি বছরে মাত্র ৭০ হাজার ডলার বেতন নেন। অর্থাৎ ৯ লক্ষ ৩০ হাজার ডলার কর্মীদের বাড়তি মাইনের পেছনে ঢালেন। ড্যানের এই সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে আদালতের দ্বারস্থ হন সংস্থার সহ-প্রতিষ্ঠাতা, তার ভাই লুকাস। আগামী ২ বছরের মধ্যে তার সংস্থার সমস্ত কর্মীর বেতন বছরে কমপক্ষে ৭০ হাজার ডলার করার সিদ্ধান্ত নিয়েছেন ড্যান। বিশ্বজুড়ে চলা মূল্যবৃদ্ধির আবহে যাতে কোনও কর্মচারীকেই যাতে আর্থিক কষ্টে না থাকতে হয়, এটাই বর্তমান পরিস্থিতিতে তার একমাত্র ধ্যানজ্ঞান।