চীনের বিরুদ্ধে আরও কড়া অবস্থানের পথে ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়ার জোট
কলকাতা টাইমসঃ
চীনের বিরুদ্ধে আরও কড়া অবস্থানের পথে ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়া। ২০০৭ সালে গঠিত এই চতুর্দেশীয় মহাজোট দীর্ঘদিন ধরেই একযোগে নিয়মিত সামরিক মহড়া চালিয়ে আসছে। প্রেসিডেন্ট হবার পর জো বাইডেন এই আন্তর্জাতিক জোটকেই সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন বলে জানা যাচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সংগঠনকে আরও মজবুত করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্পের পথে হেঁটেই চীনের প্রতি কড়া অবস্থানের ইঙ্গিত দিয়ে রেখেছেন সদ্য নিযুক্ত মার্কিন প্রেসিডেন্ট। যার ফলস্বরূপ এই চার দেশের মধ্যে শীর্ষ বৈঠকের উদ্যোগ নিচ্ছে আমেরিকা। আগামী শুক্রবার বাইডেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে ভার্চুয়াল আলোচনায় অংশ নেবেন বলে খবর।