অত্যন্ত গোপনে বিয়েটা সেরেই ফেললেন জসপ্রীত বুমরাহ
কলকাতা টাইমসঃ
গোয়ার এক বিলাসবহুল রিসোর্টে শেষপর্যন্ত বিয়েটা সেরেই ফেললেন জসপ্রীত বুমরাহ। পাত্রী ক্রীড়া উপস্থাপিকা সঞ্জনা গণেশন। সূত্রের খবর, অত্যন্ত গোপনে মাত্র ২০ জন ঘনিষ্ঠ মানুষের উপস্থিতিতে আজ সোমবার ভারতীয় বোলিং সুপারস্টারের বিবাহ সম্পন্ন হয়। এতটাই গোপন ছিলো এই অনুষ্ঠান যে, আমন্ত্রিত অতিথিদের মোবাইল জমা রেখে ভেতরে ঢুকতে দেওয়া হয়।
যদিও শেষপর্যন্ত বুমরাহ নিজেই এক টুইটবার্তায় তাদের বিয়ের কথা স্বীকার করে নেন। টুইটে তিনি লেখেন, ‘ভালোবাসা যদি আপনাকে যোগ্য মনে করে, তাহলে তা আপনার রাস্তা নির্দেশ করে দেয়। ভালোবাসার পথে হেঁটে আমাদের একসঙ্গে নয়া পথের সূচনা হলো। আজ আমাদের জীবনের অন্যতম সুখের দিন।’