January 18, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular রোজনামচা

তৃণমূলের বঙ্গ জয়ে একমাত্র কালিমা, শূন্য হাতে ফেরা এই পঞ্চায়েত

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের সবুজ ঝড় গ্রাম বাংলাথেকে বিরোধী সমস্ত দলকে ধুয়ে মুছে দিয়েছে। কী গ্রাম পঞ্চায়েত, কী পঞ্চায়েত সমিতি, আর জেলা পরিষদ- সর্বত্রই বিপুল জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। ছাপিয়ে গিয়েছে ২০১৩-র নির্বাচনকেও। কিন্তু এই বিপুল জয়ের মধ্যেই হতাশা এনে দিয়েছে  কোচবিহারের  দিনহাটা গ্রাম পঞ্চায়েত। যেখানে তৃণমূল একটি আসনও দখল করতে পারেনি।

জড়িয়ে এখানে বিজেপি,কংগ্রেস বা সিপিএমও  তৃণমূলকে রান আউট করে নি করেছে নির্দল প্রার্থীরা । নির্দলের দাপটে পঞ্চায়েতের একটি আসনেও জিততে পারেনি তৃণমূল কংগ্রেস। দিনহাটা গ্রাম পন্চায়েতে একেবারে শূন্যহাতে ফিরতে হয়েছে তৃণমূল নেতা-কর্মীদের। কোচবিহারের দিনহাটা গ্রাম পঞ্চায়েতের ভোটগণনার ফলাফল বেরোতেই তৃণমূল হয় কামানেরও মাথায় ঘামের ফোটা দেখা দিয়েছিলো। দিনহাটা গ্রাম পঞ্চায়েতের ১২টি আসনের একটিতেও জয় পাননি তৃণমূল কংগ্রসের প্রার্থীরা। ১২টিতেই জিতে বোর্ড গড়তে চলেছে নির্দল।

Related Posts

Leave a Reply